- কানাডা প্রধানমন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার রাস্ট্রপতির ফোনালাপ, ভ্যাকসিন ভাগাভাগি করবে কানাডা
আরিফ আর হুসাইন
জোহানসবার্গ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার রাস্ট্রপতি সিরিল রামাপোসার সাথে টেলিফোনে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এই সময় দুই দেশের সরকার প্রধান করোনা পরিস্থিতি ও করোনা ভ্যাকসিনের বিষয় নিয়ে কথা বলেন।জাস্টিন ট্রুডো বলেন, কানাড়া সরকার করোনার ভ্যাকসিনের সরবরাহ দক্ষিণ আফ্রিকা সরকারের সাথে ভাগাভাগি করে নেবে।এই ক্ষেএে কানাড়া ভ্যাকসিনের অতিরিক্ত অর্ডার সরবরাহ নিশ্চিত করবে।
অপরদিকে সিরিল রামাপোসা ও করোনা মহামারী মোকাবেলায় কানাড়ার পাশে থাকার আশ্বাস দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।