মোঃ আসাদুল হক সবুজ, বরগুনা জেলা প্রতিনিধি: ২য় ধাপে বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়নের ইউপি নির্বাচন আগামী ১১ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বালিয়াতলী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির।
শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলনে কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সুলতান মাহমুদ, হেমায়েত উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক পনু মুন্সি, বরগুনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এইচএম মামুনসহ স্থানীয় নেতা কর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার হাততে আরও শক্তিশালি করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করব। জনগন নৌকার সাথে আছে। আমরা আশাবাদী বালিয়াতলী ইউনিয়নের নৌকার মাঝি নজরুল ইসলাম নাসির বিপুল ভোটে বিজয়ী হবেন এবং ইউনিয়নের উন্নয়ন করবেন।
এসময় বালিয়াতলী ইউনিয়নের নৌকা মার্কার প্রাথী নাজমুল ইসলাম নাসির বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন, আমি আমার সবটুকু দিয়ে জনগনের পাশে থাকবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।