মোঃ আসাদুল হক সবুজ, বরগুনা জেলা প্রতিনিধিঃ “ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র- ধর্ম যার যার রাষ্ট্র সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্প্রদায়িক-সহিংসতা কারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা দ্রুত বাস্তবায়ন ও দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে শহরের বন্দর প্রেসক্লাব চত্বরে গণ অনশন ও গণঅবস্থান পালন করেছে বরগুনা জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়।
সাম্প্রতিক কুচক্রী মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে দেশের সর্বস্তরের জনগণের উদ্যোগ চেয়ে সারা দেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শনিবার (২৩ অক্টোবর) বরগুনা বন্দর ক্লাবের সামনে গণঅনশন গণঅবস্থান বিক্ষোভ মিছিল বাস্তবায়ন করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ বরগুনা জেলা শাখা।
এ গণঅনশন ও গণঅবস্থান ভোর ৬ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ করে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ হিন্দু পরিষদ করবে বরগুনা জেলা শাখা। গণ অনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে বরগুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হিন্দু পরিষদের নেতাকর্মীসহ সর্বস্তরের হিন্দু সম্প্রদায়।