মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচার দাবিতে মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা বিজয় ৭১ চত্বরে সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মানব্বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্প্রতি চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সারাদেশে সংগঠিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি রতন ভৌমিক, সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাদক্ষ হাবিবুর রহমান হাবিব। মানববন্ধনে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, বাংলাদেশ অসম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ।
আবহমানকাল থেকে এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে। এই সম্প্রীতি বিনষ্ট করার জন্য কিছু কুচক্রীমহল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংস তাণ্ডব চালিয়ে দেশকে অস্তিতিশীল করে তুলেছে। তিনি সহিংস ঘটনায় জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে দাবি জানান। মানববন্ধন কর্মসূচী শেষে শহরে মৌন মিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি রোডের শৈলী কিন্ডারগার্টেনের সামনে এসে মৌন মিছিল শেষ হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।