মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার আদমদীঘিতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়ার আক্তার হোসেনের ছেলে মামুন হোসেন (৩২) ও তার স্ত্রী শাবানা আক্তার (২৬)। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন বলেন, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির
পশ্চিম সিড়ার আদর্শগ্রাম জামে মসজিদ এলাকার বাসিন্দা মামুন নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টার দিকে সেখানে অভিযান চালিয়ে গুলের কৌটার মধ্যে পলিথিনে মুড়িয়ে বিশেষ কায়দায় হেরোইন বিক্রিকালে তাকে এবং তার স্ত্রী শাবানাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৫০ পুড়িয়া (২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, শনিবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল
হাজতে পাঠানো হয়েছে।