নওগাঁর বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজের প্রাক্তন ছাত্র শরিফ হোসেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে সেরা ফ্রি-ল্যান্সার নির্বাচিত হন। তার এই অর্জনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নওগাঁ জেলা প্রশাসক শেখ রাসেল দিবসে শরিফ হোসেনকে ল্যাপটপ উপহানওগাঁর বদলগাছী দেন। প্রধানমন্ত্রীর পুরস্কার ও এ সফলতা অর্জনে কালের কণ্ঠ শুভসংঘের বদলগাছী শাখার পক্ষ থেকে শরিফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সেই সাথে শুভসংঘের মাধ্যমে গ্রামীণ ব্যাংক গবরচাঁপা শাখার ম্যানেজার আব্দুল মুমিন ডায়েরি ও কলম উপহার দেন। গতকাল শনিবার সকাল ১১টায় বদলগাছী কারিগরি কলেজে আয়োজিত অনুষ্ঠানে শুভসংঘের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জিনাত রশিদ আজাদ,

প্রভাষক সবুজ কুমার, সাইদুর রহমান, কামাল হোসেন, শুভসংঘের সহসভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা, নারী সদস্য মমতাজ চৌধুরী, ম্যানেজার আব্দুল মোমিন, প্রধান উপদেষ্টা এমদাদুল হক দুলু প্রমুখ।