মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-
দিনাজপুরের খানসামায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার ছাতিয়ান গড় স্কুল এন্ড কলেজের মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে খানসামা স্টেশনের স্টেশন অফিসার জনাব তালহা বিন জসিমের নেতৃত্বে মহড়ায় এ সময় কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বজ্রপাত, আগুন ও ভূমিকম্প থেকে নিরাপদ থাকার কৌশল শেখানো হয়। এছাড়াও বাসা বাড়িতে ও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নির্বাপন করবে তা হাতে কলমে শেখানো হয়। এবং আগুন লাগার সাথে সাথে নিজে চেষ্টার পাশাপাশি নিকটস্থ ফায়ার সার্ভিসের স্টেশনে ঘটনার খবর দেওয়ার বিষয়েও সচেতনা করা হয়।
মহড়াটি প্রায় এক ঘণ্টা ধরে চলে।
মহড়া চলাকালীন সময়ে খানসামা ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের সদস্যরাসহ স্কুলের প্রিন্সিপাল ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।