৫৮৬ দিন পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস হয়।
তবে বিভাগগুলোর বেশির ভাগ শিক্ষাবর্ষের পরীক্ষা থাকায় ক্লাসের সংখ্যা অনেক কম হয়। ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান তার নিজ বিভাগে (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) ক্লাস নিতে যান।
তবে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা থাকায় তিনি ক্লাস নেননি। উপ-উপাচার্য বিভাগের শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।