মোত্তাহিদ ইসলাম মারজান উলিপুর উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে তিস্তা নদীর বাঁধে উলিপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৮০ গ্রাম গাঁজা, মটর বাইকের ট্যাংকের নিচে নিয়ে যাওয়ার সময়, মাদক বিক্রির নগদ টাকা সহ আটক দুইজন মাদক ব্যবসায়ি। অভিযানে নেতৃত্বদানকারী এস আই হারিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা জারি করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল (২৪অক্টোবর) বিকালে গোপন সূত্রের ভিত্তিতে এস আই হারিছুর রহমান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক আসামীরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের সিতাইঝাঁর এলাকার মৃত আবেদ আলীর পুত্র মাঈদুল ইসলাম(৩০) এবং হলোখানা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র সেলিম মিয়া (২২)।
বিষয়টির সততা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির (ওসি) জানান, আজ সোমবার আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা জারি করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।