তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদক কারবারির মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জাফর মোল্যা (৩৫) নামের এক ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে উপজেলার রেনিনগর গ্রামের ইদ্দিক শেখের মুদি দোকানের সামনে। এ ঘটনায় জাফর মোল্যার ভাই ইমদাদুল মোল্যা (৩২) ঘটনার দিনই বাদি হয়ে তিন জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাদির অভিযোগ সূত্রে জানা যায়, তিন চার মাস আগে রেনিনগর গ্রামের মাদক ব্যবসায়ী আরমান বিশ্বাসকে (২৫) স্থানীয় থানার এএসআই আজিজ ইয়াবা বড়িসহ আটক করে। আরমানের ধারনা জাফর মোল্যা তাকে ধরিয়ে দিয়েছে। সে জেল থেকে বাড়িতে এসে জাফর মোল্যাকে মারধর করার জন্য সুযোগ খোজে। সোমবার (২৫ অক্টোবর) সকালে জাফর মোল্যা বোয়ালমারী বাজার থেকে ভ্যান চালিয়ে নিজ বাড়ি চন্দনী গ্রামে যাওয়ার পথে রেনিনগর গ্রামের ইদ্দিক শেখের দোকানের সামনে পৌছালে আরমান বিশ্বাস, সাহেব আলী শেখ (২৫) ও সানোয়ার শেখ (২০) তাকে কুপিয়ে ও বেড়েই মারাত্মক জখম করে।
মারধরের সময় জাফর মোল্যার শার্টের বুক পকেটে থাকা নগদ ৫৩০০ টাকা নিয়ে যায়। এ ব্যাপারে সাহেব আলীর মুঠোফোনে ফোন দিলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না।
এএসআই আজিজ বলেন, আরমান বিশ্বাসকে তিন চার মাস আগে মাদক সহ আটক করেছিলাম। ওই ঘটনায় এসআই দিপংকার স্যানাল বাদি হয়ে থানায় মাদক মামলা করেছিল। সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।