বারোমারী ফাতেমা রাণী তীর্থোৎসব উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে
অক্টোবর বুধবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী ধর্মপল্লীতে প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী ‘ফাতেমা রানীর তীর্থোৎসব’ অনুষ্ঠিত হবে। উক্ত তীর্থোৎসবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দুপুর ১২ টায় বারোমারী মিশন চত্বরে শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেড পুলিশ সুপার মহোদয় বলেন, আমার সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য হিসাবে ডিসিপ্লিন মেনটেইন করে ডিউটি স্থলে উপস্থিত থাকতে হবে, পোশাক পরিচ্ছদ যথাযথভাবে পড়তে হবে, আর ডিউটি স্থলে সচেতনতাই হচ্ছে মূল দ্বায়িত্ব, সাথে সাথে চোখ কান খোলা রাখতে হবে পাশাপাশি ভাবতে হবে তুমি লোকের নিরাপত্তা দেওয়ার জন্য আসছো তাই নিজে-কে সর্তক অবস্থানে রেখে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা বিশাল বড় জিনিস কোন দিক থেকে কখন বিপদ আসে তাই আমাদের চোখ কান খোলা রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত যার যে দায়িত্ব আছে সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে সেভাবে কাজ করবে, চেকপোস্টে থাকলে নির্দেশনা হচ্ছে গাড়ি পার্কিং করা বিষয়ে ট্রাফিককে সাহায্য করবে এবং কাউকে সন্দেহভাজন মনে হলে চেক করবে, পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
পরবর্তীতে তিনি বারোমারী ধর্মপল্লী পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল, জামালপুর) স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল, ময়মনসিংহ) জনাব দীপক চন্দ্র মজুমদার-সহ জেলা পুুলিশ, শেরপুর ও ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট হতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।