মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা: বুধবার সকালে পাকশী-পাবনা মহাসড়কের ছিলিমপুর মহাসড়কে হাজার হাজার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ও বর্তমান ইউপি চেয়ারম্যান মিনহাজ ফকিরের সমর্থনকারীরা বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করে বক্তব্যসহ বিভিন্ন স্লোগান দেয়।
প্রায় দেড় ঘন্টাকাল ব্যাপি অনুষ্ঠিত এসব কর্মুসূচিতে বক্তব্য দেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়সাল আহমেদ রাজিব, যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবলীগের সাবেক প্রচার
সম্পাদক সবুজ মন্ডল ও সুফিয়া বেগমসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা আকাল সরদারকে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধীতাকারী উল্লেখ করে তার মনোনয়ন বাতিল দাবি করেন। তারা আকাল সরদারকে পরিবর্তন করে যে কোন ত্যাগী ও যোগ্য
প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ঘোষনার পর থেকেই ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বিভিন্ন
শ্রেণী পেশার মানুষ ফুঁষে উঠে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকাল সরদারকে পরিবর্তন করে যে কোন ত্যাগী ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে একের পর এক এলাকাবাসী ও সাহাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিনহাজ ফকিরের সমর্থনকারীরা
মহাসড়ক অবরোধসহ নানা কর্মসুচি পালন করছেন।
এর আগেও গত সোমবরও একইস্থানে একই দাবিতে বর্তমান ইউপি চেয়ারম্যান মিনহাজ ফকিরের সমর্থনকারী ও হাজার হাজার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী উত্তেজিত মানুষ বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করে বক্তব্যসহ বিভিন্ন স্লোগান দেয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।