নড়াইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিএনসিসি’র বিভিন্ন কর্মসূচি পালন!!
কৃপা বিশ্বাস, নড়াইলঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্ট বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল করোনা মোকাবেলায় জনসচেতনামূলক লিফলেট, মাস্ক, দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিশেষ প্রচারণামূলক কার্যক্রম, র্যালি এবং আলোচনা সভা।
আজ বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ চেয়্যারমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু শহরের বঙ্গবন্ধু মঞ্চে বেলুন উড়িয়ে এসব কর্মসূচির উদ্বোধন করেন। সুন্দরবন রেজিমেন্ট, খুলনার রেজিমেন্ট কমান্ডার মেজর মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি’র প্লাটুন কমান্ডার মো: মুরাদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাটালিয়ান কমান্ডার লে: প্রফেসর এম. আব্দুর রহিম, স্কোয়াড্রন লিডার জহির আহম্মদ প্রমুখ। এ সময় ৫শ মাস্ক ও দরিদ্র শীতার্তদের মাঝে ১শ কম্বল বিতরণ করা হয়। পরে একটি র্যালি বঙ্গবন্ধু মঞ্চ চত্বর থেকে শুরু হয়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।