পাকিস্তানের অধিনায়ক বাবর আজম মানেই যেন বিশেষ কিছু। বিশ্বকাপেও দেখা যাচ্ছে সেই ঝলক। দুরন্ত ছন্দে আছেন তিনি। ব্যাট হাতে দেখা মিলছে রানের ফুলঝুড়ি। গড়ছেন রেকর্ডের পর রেকর্ড।
ব্যাট হাতে গত এক দশকে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন কোহলি, অনেক পরে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা বাবর আজমও তাকে অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে। নিজের করে নিচ্ছে কোহলির রেকর্ড গুলোও, সেই পথে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির আরও একটা রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগেই ১ হাজার রান পূর্ণ করেছেন ভিরাট কোহলি, গতকাল আফগানিস্তানের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজমও। তবে এই মাইলফলক স্পর্শ করেছেন রেকর্ড গড়েই, টপকে গেছেন কোহলিকেই। অধিনায়ক হিসেবে এখনো বাবরের চেয়ে বেশি রান কোহলির, তবে দ্রুততম ১ হাজার রানের মালিক এখন বাবরই
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।