একটি আলোচিত সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন জাকিয়া বারী মম। মডেলিং এবং অভিনয় এই দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা নিয়ে কাজ করতেন তিনি। কিন্তু করোনাকাল শুরু হওয়ার পর থেকে পাল্টে যান এই অভিনেত্রী। নাটক, সিনেমা ও মডেলিং সবকিছুতেই অভিনয় কমিয়ে দিয়েছিলেন তিনি।
যে কাজগুলোতে তাকে দেখা যেত সেগুলো বিশেষ ব্যবস্থায় তৈরি করা ছিল। বলা যায়, নিজেকে এক ধরনের অবরুদ্ধ করে রেখেছিলেন এই অভিনেত্রী। তবে করোনার প্রকোপ কমে যাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন মম। সম্প্রতি ‘সৎ মা’ নামের একটি ধারাবাহিক নাটকে তাকে অভিনয়ে দেখা যাচ্ছে।
নাটকটিতে তার সাবলীল অভিনয় দর্শকের নজর কেড়েছে। এদিকে একখণ্ডের নাটকেও তার উপস্থিতি দৃশ্যমান হচ্ছে। সব মিলিয়ে সুসময়ের দিকেই যাচ্ছে মমর অভিনয় ক্যারিয়ার। আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘আগামীকাল’।
এতে কেন্দ্রীয় একটি চরিত্রেই তাকে অভিনয়ে দেখা যাবে। এটি নিয়েই এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে এই অভিনেত্রীর। এছাড়া নতুন একাধিক ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। পাশাপাশি ওয়েবভিত্তিক কয়েকটি কাজেও দেখা যাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে গতিশীল অভিনয় জীবনের দিকেই ধাবিত হচ্ছেন মম
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।