একটি বেসরকারি টিভি চ্যানেলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার ইউটিউব লাইভে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। অনুষ্ঠানে যোগ দিলেও তামিমের জন্য এমন অনুষ্ঠান না করাই শ্রেয় বলে মনে করেন মাশরাফি।
মাশরাফির মতে, তামিমের জন্য এমন অনুষ্ঠান করা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ তামিম এখনো জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তিনি এখনো ওয়ানডে অধিনায়ক।
তাই তামিমের জন্য অনুষ্ঠানটি করা বেশি চ্যালেঞ্জিং। মাশরাফি বলেন, ‘আমার মনে হয়, আমাদের (তামিম-মাশরাফি) মধ্যে মতের মিলের চেয়ে অমিলই বেশি হয়েছে।
দেখা যেত তামিমের সঙ্গে ক্রিকেট নিয়ে ১০টা আলোচনা করা হলে ৮টাতেই ওর সঙ্গে আমার মতবিরোধ হতো। তামিম ওখানে দাঁড়িয়ে আছে, আমি ওর সামনেই বলছি।
কারণ পেছনে কথা বলে লাভ কী? আমার কাছে মনে হয় তামিমের কাছে এই অনুষ্ঠানটা করা আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ তামিম এখনো ওয়ানডে দলের অধিনায়ক।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।