অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে থানা হলরুমে মতবিনিময় সভা, অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ওহিদুন্নবী , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবাবগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক ডাঃ মোঃ মোশাররফ হোসেন ,পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা,
পুলিশিং কমিটিতে রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।