মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-“মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হচ্ছে। পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে।
জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো দিনাজপুরের খানসামাতেও “কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে খানসামা থানা পুলিশ।
৩০ অক্টোবর শনিবার সকালে খানসামা থানা চত্বর প্রাঙ্গণে অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামানের সঞ্চালনায় এ সময় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার ইউপি সদস্যবৃন্দ,ক্ষমতাসীন দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ আরোও অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।