বাংলাদেশ এখন কৃষিভিত্তিক দেশ থেকে রূপান্তর হয়ে শিল্পভিত্তিক দেশ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ।
আজ শনিবার বিকেলে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ পুলিশ লাইন্সে শিল্পাঞ্চল পুলিশের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, শিল্প খাত এগিয়ে যাচ্ছে।
আজ উন্নয়নশীল দেশে যেতে হলে এই শিল্প উন্নত দেশ হতে হলে যে পদক্ষেপ সরকার নিয়েছে তার মধ্যে শিল্প পুলিশের একটি বিশাল ভূমিকা আছে। শিল্পমন্ত্রী বলেন, এখানে শ্রমিক-মালিকের যেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে তেমনি আজকে শিল্প পুলিশের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক থাকতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।