তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখির গ্রাম থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ বাইখির গ্রামের বাসিন্দা আশরাফ সরদার (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
এ ঘটনায় থানার এসআই হাফিজুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১৪। থানা সূত্রে জানা যায়, শনিবার (৩০ অক্টোবর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাইখির গ্রামের পারমনন্দ ঠাকুরের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আশরাফ সরদারকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসআই মো. ওহিদুল ইসলাম বলেন, আশরাফ সরদারের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। রবিবার তাকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।