তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে, ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় যুব উন্নয়ন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার (১ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বতে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন,
ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসউদুর রহমান, সহকারি কর্মকর্তা ইসমত কাদির। আলোচনা সভার আগে যুবক ও অথিতিবৃন্দগণ একটি র্যালী বের করে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মালিত হয়। সভা শেষে ৭ জন যুবকদের মাঝে ৫লাখ টাকা ও ১২০ জন যুবকদের মাঝে চারটি ইভেন্টে সনদ প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।