বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওযার্ডের বাসিন্দা ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মান্নান মোল্যা (৫৫) চেক ডিজনারি মামলায় জামিন পেয়েছেন।
১০ মাস পর সোমবার (১ নভেম্বর) তিনি জামিন পান। জানা যায়, তার বিরুদ্ধে চেক ডিজনারি মামলা হওয়ার পর তিনি আদালতে হাজির হলে জেল হাজতে পাঠান বিচারক। জেলে থেকেই তিনি কাউন্সিলর পদে নির্বাচন করেন। গত ৩১ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোট পেয়ে কাউন্সিলর পদে নির্বাচিত হন। তাকে দুই শতাধিক মোটরসাইকেল ও ৪০টি মাইক্রোবাস নিয়ে তার সমর্থকরা তাকে বরন করে ফরিদপুর থেকে নিজ বাড়ি কুশাডাঙ্গা গ্রামে নিয়ে আসে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।