সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি নির্মাণের জন্য সংরক্ষিত বনভূমির ৭০০ একর জায়গা বরাদ্দের বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশের ওপর আগামী ২১ নভেম্বর আপিল শুনানি হবে।

 হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার (১ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। এর আগে গত ১১ অক্টোবর সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি নির্মাণের জন্য সংরক্ষিত বনভূমির ৭০০ একর জায়গা বরাদ্দের আদেশ তিনমাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।