মোঃ জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ কর্মের প্রতি ছিল একাগ্রতা, দায়িত্বের প্রতি ছিলেন নিষ্ঠাবান। তিনি কোন ক্ষমতার দম্ভ দেখাননি, খানসামা উপজেলারর সাধারণ মানুষের জন্য তার কার্যালয় ছিল উন্মুক্ত, যে  কোনো শ্রেণী পেশার মানুষের কথা তিনি গভীর মনোযোগ দিয়ে শুনতেন।
সাধ্যমত নিয়মের মধ্যে থেকে সমাধানের চেষ্টা করতেন, সবাইকে সাথে নিয়ে খানসামা উপজেলা পরিষদকে তিনি একটি মডেল উপজেলা হিসেবে নিরলস কাজ করে গেছেন। বিগত করোনাকালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ এবং সরকারি সেবা তিনি সাধারণ জনগণের মাঝে পৌঁছিয়ে দিয়েছিলেন।
জাতীয় দিবসগুলি অত্যন্ত দক্ষতার সহিত পালন করেছিলেন। উপজেলা প্রশাসনের সহকর্মী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সাধারণ জনগণের হৃদয়ে এক অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছিলেন।” তিনি আর কেউ নন;তিনি হলেন খানসামার পদোন্নতি জনিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব- উল ইসলাম।
খানসামা উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী,সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেণী-পেশার মানুষ অশ্রুসিক্ত ফুলেল ভালোবাসায় ও বিশেষ সম্মাননায় বিদায় দিচ্ছেন উপজেলা নির্বাহী এই অফিসারকে। উল্লেখ্য, গত ৫ অক্টোবর (সোমবার) ইউএনও আহমেদ মাহবুব- উল ইসলামের বিদায়ের খবর খানসামায় ছড়িয়ে পড়লে সকল শ্রেণী পেশার মানুষ স্তব্ধ হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের টাইমলাইন জুড়ে শুধু খানসামা ইউএনও এর বিদায়ের খবর পোস্ট হতে থাকে। যোগদানের প্রায় ৩ বছর আট মাসের মধ্যেই তিনি উপজেলার সকলের কাছে প্রিয়ভাজন হয়ে ওঠেন।