নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী হুমায়ূন আহমেদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’র পাণ্ডুলিপি’র জন্য ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিলেন। প্রথম কিস্তির টাকাও পেয়েছিলেন তিনি।
কিন্তু হুমায়ূনের পরিবারের সঙ্গে মত বিভেদের কারণে ছবিটির নির্মাণ থেকে সরে দাঁড়ান তিনি। এ কারণে অনুদানের টাকা ফেরত দিলেন এই নির্মাতা। জানা যায়, ১৮ হাজার টাকা জরিমানাসহ প্রথম কিস্তি হিসেবে প্রাপ্ত অনুদানের ১৮ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন এই নির্মাতা।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও নির্মাতা অমিতাভ রেজা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়েছেন অমিতাভ রেজা।
এ প্রসঙ্গে মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু তিনি সিনেমাটি বানাচ্ছেন না, তাই কিছু টাকা জরিমানাসহ ফেরত দিয়েছেন।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।