মিরু হাসান, বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি: ০১ নভেম্বর ২০২১খ্রিঃ আদমদীঘিতে শিয়ালের কামড়ে মা ছেলেসহ চারজন আহত হয়েছেন। গত র সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউ.পির বড়আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, বড়আখিড়া গ্রামের সাখিদারপাড়ার শাহনাজ পারভিন (২৩) তার শিশুপুত্র জিম (৬) একই গ্রামের অনিক (১৭) ও নয়ন (২৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় আদমদীঘির বড়আখিড়া গ্রামের সাখিদারপাড়ায় শিয়াল আকষ্মিক ঢুকে এলোপাথারি ভাবে ঘোরা ফেরা করছিল।
এস সময় উল্লেখিত ব্যক্তিরা রাস্তায় চলাচলের সময় তাদের উপড় শিয়াল হামলা করে শরীরে কামড় দেয়। পরে স্থানীয়রা শিয়াল তাড়িয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। আদমদীঘি উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা: কামরুন্নাহার বলেন শিয়াল না অন্য কোন প্রানি কামড়িয়েছে তা তদন্ত করে জানা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।