আলমগীর হোসেন, খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) সকাল ৭ টায় উপজেলা আ,লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন দলের সভাপতি এম হুমায়ূন মোর্শেদ খান ও সাধারণ সম্পাদক সুভাষ চাকমা। পরে উপজেলা আওয়ামী লীগের নির্মাণাধিন দলীয় কার্যালয়ে পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন এর সঞ্চালনায়, পৌর আ,লীগের সহ -সভাপতি বাবুল বণিক এর সভাপতিত্ত্বে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সভাপতি এম হুমায়ূন মোর্শেদ খাঁন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ, লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,উপজেলা শ্রমিক লীগের সভাপতি হারুন মিয়া প্রমুখ ।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।