মোত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। পনেরই আগস্টের হত্যাকাণ্ডের তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচর চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম,
তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা ও উলিপুর উপজেলা শাখা পক্ষ থেকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে উলিপুর শেখ রাসেল চত্বরে পুষ্প স্হবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন (২৭কুড়িগ্রাম ৩ উলিপুর) আলহাজ্ব কবির উদ্দিন সরকার (ভারপ্রাপ্ত সভাপতি উলিপুর উপজেলা আওয়ামী লীগ), বীর-মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ( সাধারণ সম্পাদক উলিপুর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ উলিপুর),
আলহাজ্ব মামুন সরকার মিঠু ( মেয়র উলিপুর পৌরসভা), মঞ্জুরুল সরকার বাবু (ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উলিপুর উপজেলা আওয়ামী লীগ) , সহকারী অধ্যাপক শাহীনুর আলমগীর (সাধারণ সম্পাদক শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা), মোত্তাহিদ ইসলাম মারজান (যুগ্ম – আহবায়ক শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উলিপুর উপজেলা শাখা) সহ আরো অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।