এগিয়ে যাচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২৫০০০ ক্ষুদ্র শিল্প এবং সাড়ে ৮ লাখ কুটির শিল্প রয়েছে। সবমিলে এসএমই প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১০ লাখ। যেখানে এ পর্যন্ত প্রায় ৩৮ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।
এসএমই উদ্যোক্তারা জিডিপিতে ২৩% ও মোট শিল্প কর্মসংস্থানে ৮০% অবদান রাখছে। পাশাপাশি দেশে অপ্রাতিষ্ঠানিক শিল্পখাত দ্রুত বিকশিত হচ্ছে। শিল্প মন্ত্রণা এ খাত কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তাদের দক্ষতা বৃদ্ধিতে বিসিক, বিটাক ও এসএমই ফাউন্ডেশন ভূমিকা রেখেছে। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।