নড়াইলের কালিয়ায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টা, থানায় মামলা।
মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইলের কালিয়া উপজেলার বাগুডাঙ্গা গ্রামে এক গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ গৃহবধু বাদি হয়ে একই গ্রামের অভিযুক্ত আামিনুর কাজীর (৩০) বিরুদ্ধে নড়াগাতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১০ ধারায় গতকাল (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার মামলা দায়ের করেছে। আমিনুর বাগুডাঙ্গা গ্রামের মৃত রত্তন কাজীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ঐ গৃহবধু বাড়িতে ঘুমিয়ে ছিল। এ সময় অভিযুক্ত আমিনুর কাজী পাশে গাছ কেনার অজুহাতে তাদের বাড়িতে আসে এবং ঐ গৃহবধুকে একা পেয়ে তার শৃলতাহানি করে এবং তার পরনে থানা ওড়না দিয়ে হাত পা বেধে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। জোর জবরদস্তির এক পর্যায়ে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে জায়। এ ঘটনায় অভিযুক্ত আমিনুর কাজি পলাতক রয়েছে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, গৃহবধুর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে, এবং অভিযুক্তকে আসামিকে আটকের চেষ্টা চলছে।
মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।