মাজেদুর রহমান (মাজদার) , পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বেলপুকুর থানার জামিরা গ্রাম থেকে জুবায়ের বাবু (১৮) নামে অভিযুক্ত এক শিক্ষার্থীকে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ।
অভিযুক্ত শিক্ষার্থী জুবায়ের বাবু রাজশাহী জেলার দুর্গাপুর বাজার এলাকার আজাহার আলীর ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থীর দুলাভাই রফিকুল ইসলাম জানান, আমার শ্যালিকা ও জুবায়ের দুর্গাপুর কলেজে লেখাপাড়া করতো। একই কলেজে লেখাপাড়া করায় দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে জুবায়ের তাকে একধিকবার ধর্ষণ করে।
সর্বশেষ গত বুধবার আমার শ্যালিকা উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামে আমার বাড়িতে বেড়াতে আসলে জুবায়ের সেখানে আসে। পরে বাড়ি ফাঁকা পেয়ে অনৈতিক সম্পর্ক করার সময় তাদেরকে এলাকাবাসী আটক করে। এ সময় জুবায়েরকে বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকার করায় দীর্ঘ সময় ধরে দেনদরবার চলে। দেনদরবারের একপর্যায়ে কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে বেলপুকুর থানায় খবর দিলে থানা পুলিশ দুইজনকে নিয়ে যায়। পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামা বলেন, অভিযুক্ত জুবায়েরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে রামেক হাসপাতালের ওসিসিতে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।