বারবার বাছাই পর্বে খেলার সুযোগ হলেও এখন অবধি ওয়ানডে বিশ্বকাপে খেলার সৌভাগ্য হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের! এ কারণেই পুরনো ব্যর্থতাকে পেছনে ফেলে নারী দলের সামনে আরও একবার সুযোগ সাফল্যের গল্প লেখার।

আর সেটি করতে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাছাই পর্ব টপকাতে হবে বাংলাদেশকে। নতুন দায়িত্ব পাওয়া নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বিশ্বকাপ যাত্রায় এর দারুণ সুযোগ দেখছেন। বাছাই পর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল।

২১ নভেম্বর হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। পাকিস্তান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে।

অন্যদিকে গ্রুপ ‘এ’-তে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এখান থেকে তিনটি দল বিশ্বকাপে অংশ নেবে। ২০২২ সালে ৮ দল নিয়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মূল পর্ব।