জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলা শহরের ১৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে ও মমতা হেনা লাভলী এমপি পক্ষ থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মাঠে বৃক্ষরোপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতনণ করা হয়। বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। আরো উপস্থিত ছিলেন, সহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু,জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খান আরিফ, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিপু খান, যুগ্ম-আহ্বায়ক শিশির দাস, মামুন, এরশাদ, ইমন প্রমুখ।