চট্টগ্রাম নগরীতে রোববার (৭ নভেম্বর) সকাল থেকে সবধরনের গণপরিবহন চলাচল করবে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলায়েত হোসেন জানান, সংগঠনের পক্ষ থেকে রোববার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম মহানগরীতে সব ধরনের গণপরিবহন চলাচল করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।