মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ৯৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বেলা ৩টার দিকে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকার কামরুজ্জামান শেখের ছেলে মামুনুর রহমান(৪৩) এবং শহরের চালিতাবাড়ি এলাকার মৃত রমজান আলীর মোস্তফা(৫৫)।
র্যাবের দাবি, তার দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিল ও দুইটি মোবাইলসহ মামুনুর ও মোস্তফাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণীর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।