তাহসান নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে আদিল হজোসেন নোবেলকে। দুজনকে একই ফ্রেমে দেখে নেটিজেনরা যতটা না অবাক হয়েছেন তারচেয়ে বেশি অবাক হয়েছেন নোবেলের ফিটনেস দেখে।
তাহসান নেপথ্যের গল্পটা বলার আগেই হাসলেন। বললেন, ‘নোবেল ভাই আমাকে বকা দেন। কারণ তিনি নিয়মিত জিম করেন। আমার মাঝে মিস হয়ে যায়।
এজন্য কাল ( শনিবার) নোবেল ভাইয়া আমাকে বকা দিয়ে বললেন, ছবি তোলো। ছবি তুললাম, তারপর বললেন পোস্ট করো। বকা খেয়েই ছবিটা পোস্ট করলাম।’ তাহসানের সঙ্গে নোবেলের বেশ ভালো সখ্য।
তাহসানকে পছন্দও করেন। একই জিমে দুজনেই যান। তাহসানের গ্যাপ হলেও নোবেলের হয় না। যার ফলে নিয়মিত জিমে যাওয়ার চাপ দেন নোবেল। তাহসান কালের কণ্ঠকে বললেন, ‘আসলে মাঝেমধ্যে শুটিং থাকলে তো জিমে যাওয়া হয় না।
এভাবে গ্যাপ হয়। অন্যদিকে নোবেল ভাই যত চাপই থাকুক, তিনি জিম মিস করবেন না। আসবেনই। আমাকেও তিনি তার মতো করতে চান। এজন্যই বললেন ছবি তুলে পোস্ট দাও এতে করে তোমার আগ্রহ বাড়বে, মানুষেরও আগ্রহ বাড়বে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।