প্রযুক্তির দুনিয়ায় তরতর করে এগিয়ে চলেছে চীন। এই ক্ষেত্রে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে দেশটি। এবার প্রযুক্তি জগতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে গেল বেইজিং—তৈরি করল বিশ্বের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন প্রোগ্রামেবল কোয়ান্টাম কম্পিউটার। ইউনিভার্সিটি অভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অভ চায়নার গবেষক প্যান জিয়ানওয়ের নেতৃত্বাধীন একটি দল এই কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম তৈরি করেছেন। আবিষ্কারকদের দাবি, এই কম্পিউটারের সাহায্যে ৮ বছরের হিসাব মাত্র ৭২ মিনিটে করা সম্ভব। যা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম। সম্প্রতি এই আবিষ্কার নিয়ে একটি গবেষণা নিবন্ধও প্রকাশ করেছেন তারা। যদিও নিবন্ধটি এখনেও পিয়ার-রিভিউড হয়নি। তবে রিভিউয়ের জন্য জমা দেওয়া হয়েছে। ৬৬ কিউবিটের এই দ্রুততম সুপারকম্পিউটারের নাম দেওয়া হয়েছে ‘জুশংসি ২.১’। এই কম্পিউটারটি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে কমপক্ষে কয়েক লক্ষ গুণ শক্তিশালী। সাধারণ বা ‘ক্লাসিক্যাল’ কম্পিউটারে যেটা ‘বিটস’, সেটাই কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে ‘কোয়ান্টাম বিটস’ বা ‘কিউবিটস’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।