তৈয়বুর রহমান কিশোর, বোয়য়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
২০২০-২১ অর্থবছরে রবি/২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সোমবার (০৮ নভেম্বর) বেলা ১২.০০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এছাড়াও কৃষকদের মাঝে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এবছর উপজেলার মোট ৪৭৫০ জন কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসূচির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় ২১০০ জন কৃষক সরিষা, ১০০ জন ভুট্টা, ৯৫০ জন গম, ৩০০ জন চিনাবাদাম, ৪৭০ জন মসুর, আর৩২০ জন মুগ, ২০০ জন শীতকালীন পেঁয়াজ ও ৩১০ জন কৃষক খেসারি ফসলের জন্য পুনর্বাসন সহায়তা পাবেন।
তিনি আরো জানান এ বছর সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শতকরা ৫০ ভাগ ভর্তুকি মূল্যে ৪ টি রিপার, ১ টি রাইস ট্রান্সপ্লান্টার, ২ টি মেইজ শেলার, ২টি পাওয়ার থ্রেসার যন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হবে। বর্তমান কৃষিবান্ধব সরকার উৎপাদন খরচ কমাতে কৃষি যান্ত্রিকীকরণে কৃষকদের উৎসাহিত করতে কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে যন্ত্র বিতরণ করছে।