তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ৭১জন মুক্তিযোদ্ধার কাগজপত্র বিভাগীয় পর্যায়ের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সোমবার (৮ নভেম্বর) বোয়ালমারী উপজেলা পরিষদ হল রুমে দিনভর এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। বিভাগীয় যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি,

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক জাহাঙ্গীর খাঁ, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহনেওয়াজ ফয়েজ, বোয়ালমারী মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, সাবেক কমান্ডার নওয়াব উদ্দীন আহমেদ টোকন,

আলফাডাঙ্গার সাবেক কমান্ডার হেমায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আওলাদ আলী মৃধা প্রমুখ । এর আগে সকাল ১১টার দিকে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান এমপি বোযালমারী পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম ফুল দিয়ে বরণ করে নেন।