আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সম্পদের খোঁজে ঢাকার সাভারে গেছে ইভ্যালি পরিচালনা কমিটি। সোমবার দুপুরে সাভারের আমিনবাজারে ইভ্যালির স্থাবর সম্পদের পরিমাণ দেখতে এসে পিংক ফুড ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বলিয়াপুর এলাকায় ইভ্যালির ৪টি ওয়্যারহাউজ পরিদর্শন শেষে প্রতিষ্ঠানগুলো সিলগালা করেছেন পরিচালনা বোর্ড।

আপিল বিভাগের সাবেক বিচারপতি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককের নেতৃত্বে বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর মিলন, সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ফখরুদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ওয়্যারহাউজটিতে বেশ কিছু টেলিভিশন, কোমল পানীয়সহ ইলেকট্রনিক্স মালামাল দেখতে পান তারা। পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আজকে আমাদের তৃতীয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। তাই এই মুহূর্তে বলা সম্ভব নয় ইভ্যালির কি পরিমাণ সম্পদ রয়েছে। এখন আমরা সরেজমিনে ইনভেন্টরি করবো, এরপর অডিট হবে। প্রাথমিকভাবে যতটুকুন দেখা যায় সেটি আমরা দেখেছি। বিষয়টি অনেক সময়সাপেক্ষ।