মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়ন নাগরিক সমাজের আহ্বানে সোমবার (৮ই নভেম্বর) লেহেম্বা ইউনিয়নের গোগর চৌরাস্তা প্রাইমারি স্কুল মাঠে সন্ধ্যায় প্রভাষক সাদেকুল ইসলামের সভাপতিত্বে লেহেম্বা ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান প্রার্থীগন ও ৩নং
ইউপি সদস্য প্রার্থীদের নিয়ে জনতার একই মঞ্চে জনতার মুখোমুখি এক যৌথ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দেশ ও দশের এবং জনকল্যাণ মুলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আলোচনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবুল কালাম,
স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কা খালেকুজ্জামান রয়েল ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা রৌশন আলী এবং ইউপি সদস্য/সদস্যা প্রার্থীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা পরিচালনা করেন প্রভাষক জুলফিকার আলী ভুট্টো ও আমিরুল ইসলাম শেখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।