আজকের লড়াইটা শুধু পাকিস্তান-অস্ট্রেলিয়া বা দুই কোচ হেইডেন-ল্যাঙ্গারের নয়। আসল লড়াইটা হবে দুই দলের তারকাদের মধ্যে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পাদের লড়াই। ব্যাট হাতে প্রতিপক্ষ অধিনায়ক বাবরের মতো ফর্মে না থাকলেও মস্তিষ্কের লড়াইয়ে কম যান না অজি অধিনায়ক ফিঞ্চ। বোলার পরিবর্তনে তার দূরদর্শিতা নজর কেড়েছে সবার। এবারের আসরে সাত ব্যাটার ও চার বিশেষজ্ঞ বোলার খেলাচ্ছে অস্ট্রেলিয়া। পঞ্চম বোলারের কাজ চালিয়ে নিচ্ছেন তিন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস। অন্যদিকে নিজেদের পাওয়ার প্লের ব্যাটিং দর্শন নিয়ে নতুন করে ভাবার সুযোগ রয়েছে বাবরের। পাওয়ার প্লেতে তারা সবচেয়ে কম উইকেট হারালেও প্রথম ছয় ওভারে পাকিস্তানের রানরেট সবচেয়ে কম। পাকিস্তানের জন্য আজ বড় হুমকি হতে পারেন লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা। একইভাবে অস্ট্রেলিয়ার স্বপ্নভঙ্গের কারণ হতে পারেন শাহিন আফ্রিদি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।