রোববার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (এমপি)।
শুক্রবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব বিধি-নিষেধ জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা সব পরীক্ষার দিনগুলোতে বলবৎ থাকবে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করা জানিয়েছে ডিএমপি। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।