বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: আগামী ২৮ নভেম্বর বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নিয়ামত হোসেন, সিরাজুল ইসলাম ও আব্দুল খালেক।
বৃহস্পতিবার ১১ নভেম্বর দুপুরে নিয়ামত হোসেন ও সিরাজুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এই ওয়ার্ডে বিনা প্রতিদ্বিদ্বতায় সাধারণ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুল খালেক ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে
ব্যক্তিগত সমস্য দেখিয়ে তারা দুই জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ সাংবাদিকদের জানান,
এ উপজেলায় রায়পুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে দুই জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আব্দুল খালেক বিনা প্রতিদ্বিদ্বতায় সাধারণ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।