করোনার প্রকোপ থেকে বাঁচতে চারটি দেশে ফ্লাইট স্থগিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী তার্কিশ এয়ারলাইন্স (টিএইচওয়াই)। দেশগুলো হলো- ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও শ্রীলঙ্কা। মূলত করোনা মহামারি থেকে সুরক্ষায় এই পদক্ষেপ নিয়েছে তুরস্ক।

রবিবার তার্কিশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াহইয়া উসতুন এ তথ্য জানান। দেশটির গণমাধ্যম ডেউলি সাবা’র খবরে এই তথ্য জানানো হয়েছে। টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে উসতুন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশে ফ্লাইট স্থগিত করা হয়েছে। টার্কিশ এয়ারলাইন্স নিরাপত্তাকে সবার আগে অগ্রাধিকার দেয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে আরও ৭৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ছয় লাখ ১১ হাজার মানুষ।