দীর্ঘ দিনের প্রেমিকা অভিনেত্রী পত্রলেখার সঙ্গে গতকাল বাগদান সম্পন্ন করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। শুরুর সব তথ্য গোপন রাখলেও বাগদানের একটি ভিডিও ফাঁস হয়। এ ছাড়া আর কোনো ছবি প্রকাশ্যে আসেনি। এবার ফাঁস হলো এই জুটির বিয়ের কার্ড। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টুইটারে একটি ফ্যান পেজ থেকে ছড়িয়ে পড়েছে বিয়ের কার্ডটি। ইন্ডিগো রঙের বিয়ের কার্ডে লেখা—‘রাও পরিবার এবং পাল পরিবার আমন্ত্রণ জানাচ্ছে পত্রলেখা (অজিত পাল এবং পাপরি পালের মেয়ে) সঙ্গে রাজকুমারের (কমলেশ যাদব এবং সত্যপ্রকাশ যাদবের ছেলে) বিয়ে।
সোমবার ১৫ নভেম্বর, ওয়বেরয় সুখবিলাস, চণ্ডীগড়।’ শনিবার (১৪ নভেম্বর) নিউ চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে রাজকুমার ও পত্রলেখার বাগদান সম্পন্ন হয়। হবু বর কনের বাগদানের ভিডিও মুহূর্তে ভাইরাল হয় নেটদুনিয়ায়। এতে দেখা যায়, হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে আংটি পরিয়ে দিচ্ছেন রাজকুমার। তাদের দু’জনের পরনে সাদা রঙের পোশাক। ফাঁস হওয়া রাজকুমারের বিয়ের কার্ড প্রায় দশ বছর ধরে অভিনেত্রী পত্রলেখার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রাজকুমার। লিভ টুগেদার করছিলেন তারা। রাজকুমারের সঙ্গে প্রথম দেখা প্রসঙ্গে পত্রলেখা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তাকে সিনেমার পর্দাতেই প্রথম দেখি। এলএসডি সিনেমাতে। সেখানে এক অদ্ভুত চরিত্রে অভিনয় করেছিল সে। আমি ভেবেছিলাম ব্যক্তিগত জীবনেও ও হয়তো এমনটাই।’ অন্যদিকে, এক বিজ্ঞাপনে পত্রলেখাকে প্রথম দেখেন রাজকুমার। প্রথম দেখেই এই অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন। ২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পত্রলেখা। প্রথম সিনেমার জন্য স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এছাড়া ‘লাভ গেমস’, ‘নানু কি জানু’ সিনেমায় দেখা গেছে তাকে। রাজকুমার ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এরপর ‘গ্যাং অব ওয়াসিপুর’, ‘কাই পো চে’, ‘শহিদ’, ‘আলীগড়’, ‘বেরেইলি কি বারফি’, ‘নিউটন’, ‘স্ত্রী’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।