ই-কমার্স ব্যবসার আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামক অনুমোদনহীন কোম্পানি দিয়ে মাল্টি- লেভেল মার্কেটিংয়ের (এমএলএম) অন্যতম পরিচালক শারমিন আক্তারকে জামিন দেননি হাইকোর্ট।
তবে সরাসরি জামিন না দিলেও তার একটি আবেদন (আপিল) শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।