ম্যাকওএস ও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কয়েকটি নতুন অ্যাপ তৈরি করছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ইতালিয়ান ব্লগ আগিরোনামেনতি লুমিয়া’র বরাত দিয়ে ডব্লিউএবেটাইনফো’তে প্রকাশিত প্রতিবেদন বলছে, উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ তৈরি করছে হোয়াটসঅ্যাপ।

এটি একদম গোড়া থেকে গড়ে তোলা ‘ইউনিভার্সাল উইন্ডোজ অ্যাপ’ হবে বলেও উল্লেখ রয়েছে ব্লগটিতে। অ্যাপে দেখা মিলবে ড্রইং ফিচারের যা বিশেষভাবে টাচস্ক্রিনে ডিসপ্লে সম্বলিত ডিভাইসে ব্যবহার করা যাবে। অ্যাপটি দেখতে অনেকটা স্কাইপের মতো হবে।

সবমিলিয়ে সেটিংয়ে ছয়টি শ্রেণী থাকবে – জেনারেল, অ্যাকাউন্ট, চ্যাটস, নোটিফিকেশনস, স্টোরেজ এবং হেল্প। অন্যদিকে, ম্যাকওএসের জন্য হোয়াটসঅ্যাপের যে নতুন সংস্করণটি আসছে তা দেখতে হুবহু আইপ্যাডওএস সংস্করণের মতো হবে।