নিজের জাতের সাথে মিল রেখে বিয়ে না করায় নিজের মেয়েকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশের এক বাবার বিরুদ্ধে। মেয়ের পাশাপাশি তার আট মাসের শিশুপুত্রকে খুন করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫৫ বছরের ওই বাবাকে আটক করেছে পুলিশ। খুনের সাথে জড়ির থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিহতের ভাইকেও।

পুলিশ জানায়, প্রায় বছরখানেক আগে পরিবারের অমতে অন্য জাতের এক ছেলেকে বিয়ে করেন ভুক্তভোগী নারী। এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর মেয়েকে বাড়িতে ডেকে আনে ওই পিতা। এরপর মেয়ে এবং তার সন্তানকে খুন করেন অভিযুক্ত ব্যক্তি।

খুনের আগে ধর্ষণও করেন নিজের মেয়েকে। তারপর ছেলের সাহায্যে অদূরে জঙ্গলে দেহ দু’টি পুঁতে দেন। পরবর্তীতে পরিবারের ‘সম্মানরক্ষায়’ খুনের কথা জানালেও ধর্ষণের ঘটনাটি গোপন করেন অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে গত ১৪ নভেম্বর পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।