পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য।’ (সুরা জারিয়াত, আয়াত : ৫৬)।
উপরোক্ত আয়াতে স্পষ্ট যে, লোক দেখানো আমল করা সরাসরি আল্লাহর নির্দেশের লঙ্ঘন যা কবিরা গুনাহর শামিল। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ব্যাতীত অন্য কোন উদ্দেশ্যে আমল করলে তা কবুল হবে না। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি তাঁর প্রভুর সঙ্গে সাক্ষাতের আশা করে সে যেন নেক কাজ করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে।’
(সুরা কাহফ, আয়াত : ১১০)। উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা বলেন, ‘সে যেন লোক দেখানোর জন্য আমল না করে।’ লোক দেখানো আমল দ্বীনকে ক্রীড়া-কৌতুক হিসেবে গ্রহণ করার মতো অন্যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, ‘যারা তাদের দ্বীনকে ক্রীড়া-কৌতুক রূপে গ্রহণ করেছিল এবং জাগতিক জীবন তাদের প্রতারিত করেছিল, আমি তাদের ভুলে যাব, যেমন তারা তাদের এই দিনের সাক্ষাতকে ভুলে গিয়েছিল এবং যেভাবে তারা আমার নিদর্শনগুলো অস্বীকার করেছিল।’ (সুরা আরাফ, আয়াত : ৫১)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।